ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি তৈরী হয় এমন সিদ্ধান্ত কাউকে নিতে দেয়া হবে না’

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি তৈরী হয় এমন সিদ্ধান্ত কাউকে নিতে দেয়া হবে না’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরী হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারসহ কোন সরকারকেই নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি এসময় আরো বলেন, বর্তমান সরকারের উপর শুরুর দিকে যেমন সমর্থন ছিলো রাজনৈতিক দল গুলোর এবং প্রত্যাশা ছিলো মানুষের তা এখন কিন্তু অনেকাংশে কমে গেছে,তাই আমি মনে করি যে এই সরকারও জনসমর্থনের দিক দিয়ে কিছুটা পিছিয়ে গেছে।

এসময় নুরুল হক নুর রাখাইনের জন্য করিডোর দেওয়ার প্রসঙ্গে বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ দিতে আহ্বান জানিয়ে আর এক পা'ও না আগাতে বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে তা মেনে নেয়া হবে না বলেও জানান নুরুল হক নুরু।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মো: রাশেদ খানসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।

স্বাধীনতা,সার্বভৌমত্ব,ঝুকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত